রাজশাহী জেলার কিছু দর্শনীয় স্থান সমূহ
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমন্তবর্তী একটি জেলা হলো রাজশাহী জেলা। বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মদ্ধ্যে রাজশাহী জেলা অন্যতম। রাজশাহী জেলার নামকরণ করা হয় রাণী ভবানীর দেয়া নামে। ‘রামপুর’ এবং ‘বোয়ালিয়া’ নামক দু’টি গ্রাম নিয়েই রাজশাহী শহর তৈরি হয়েছিল। আমের রাজ্য হিসেবে রাজশাহী জেলা পরিচিত ।পরিষ্কার পরিচ্ছন্ন ও শিক্ষানগরী হিসেবে সারা বাংলাদেশের কাছে বিষেশ পরিচিত রাজশাহী।
রাজশাহী জেলাতে অনেক প্রাচীন স্থাপত্যের নিদর্শন রয়েছে । রাজশাহী জেলার মধ্যে ঐতিহ্যবাহী স্থান গুলো হলো ঃ
বরেন্দ্র জাদুঘর, রাজশাহী ঃ
বরেন্দ্র জাদুঘর, রাজশাহী |
রাজশাহী শহরের মধ্যে অবস্থিত বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর হিসেবে পরিচিত। ১৯১০ সালে বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন তৈরি করা হয়। শরৎ কুমার রায়ের দেয়া জমিতে জাদুঘরটির কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় ১৯১৩ সালে। বরেন্দ্র জাদুঘরে হাজার বছর আগের সভ্যতার নিদর্শন রয়েছে । প্রাচীন সভ্যতা থেকে সংগৃহীত পাথরের মূর্তি, বুদ্ধ মূর্তি, গঙ্গা মূর্তি সহ আরো অনেক মূর্তি এই জাদুঘরে রয়েছে।
পুঠিয়া রাজবাড়ি – রাজশাহী ঃ
পুঠিয়া রাজবাড়ি , রাজশাহী |
রাজবাড়ীর আশে পাশে ছয়টি দিঘী ও ছয়টি মন্দির রয়েছে ।
বাঘা মসজিদ , রাজশাহী ঃ
বাঘা মসজিদ, রাজশাহী |
বাঘা উপজেলায় ১৫২৩ সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন নুসরাত শাহ । ১০টি গম্বুজ ও ৬টি স্তম্ভ নিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয় । বাঘা মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে করা হয়। এই মসজিদটির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা এবং ভিতরে-বাইরে সবজায়গায় টেরাকোটার নকশা রয়েছে। বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ এবং নুসরাত শাহ জনগনের কল্যাণের জন্য মসজিদের সামনেই ৫২ বিঘা জমির ওপরে একটি দিঘী খনন করেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url