বিশ্বের সবচেয়ে বড় ৫ টি মসজিদের তালিকা

মসজিদকে আল্লাহর ঘরও বলা হয়। মুসলিমদের সারিবদ্ধভাবে নামাজ পরার জন্য মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হাজার বছর আগে থেকে। মসজিদের ক্ষেত্রে কোনটি সেরা তা নির্বাচন করা অনেক কঠিন। বৃহৎ আয়তন ও ধারন ক্ষমতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মসজিদকে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন প্রটিষ্ঠান। আসুন জেনে নেই বিশ্বের সেরা ৫ টি মসজিদের নাম আর বিস্তারিত।

বিশ্বের সবচেয়ে বড় ৫ টি মসজিদের তালিকা:

মসজিদ আল-হারাম:

সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি মসজিদ নাম মসজিদে আল-হারাম। পৃথীবির সবচেয়ে বড় মসজিদ এবং মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা এই মসজিদটি। সৌদি আরবের মক্কা নগরীরতে কাবা শরীফ কে ঘিরে এই মসজিদ এর অবস্থান । মুসলিমরা সবাই জানে আল্লাহ র হুকুমে হযরত ইব্রাহিম (আঃ) কাবা ঘর ও তার চারপাশের এই মসজিদ নির্মান করেন। 

 হজরত মোহাম্মাদ (সা.) এর সময়ে ইসলামের আবির্ভাব হয় এবং এর সংস্কার কাজ শেষ হয় ৬৩৮ সালে।প্রায় চার লাখ বর্গমিটার জমিতে নির্মাণ করা হয় এই মসজিদটি এবং প্রায় নয় লাখ মুসলিম নামাজ 1পরতে পারেন একসঙ্গে। হজের সময় এর পরিমাণ বেড়ে প্রায় ৪০ লাখে পৌঁছায়।

হারামে ইমাম রেজা: শিয়া সম্প্রদায়ের ১২ ইমামের অষ্টম ইমাম, ইমাম রেজা এই হারামে ইমাম রেজা মসজিদটি নির্মাণ করেন । পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মসজিদটি ইরানের খোরসান প্রদেশের রাজধানী মসনদে অবস্থিত।মসজিদটি ৮১৮ খ্রিস্টাব্দে নির্মান করা হয়। এই মসজিদটির আটটি মিনার রয়েছে এবং এর মধ্যে সর্বোচ্চ মিনারের উচ্চতা ৪১ মিটার।

প্রায় ৭ লাখ মুসলিম একসঙ্গে নামাজ আদায় করতে পারা মসজিদটি প্রায় ১০ লাখ বর্গমিটার জমির উপরে অবস্থিত। এছাড়াও সেখানে ইমাম আলী রেজা সহ আট ইমামের সমাধি রয়েছে ।


মসজিদে নববী: ৬২২ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মাদ (সা.) এর নিজ হাতে তৈরি করেন একটি মসজিদ যেটার নাম মসজিদে নববী বা আল মাসজিদুন নাবি যার অর্থ নবির মসজিদ। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটি অবস্থিত। হজরত মোহাম্মাদ (সা.) হিজরত করে মদিনায় আসার পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদটি নির্মান করা হয়।

মসজিদটি নির্মান করতে ৭ মাস সময় লেগেছিল এবং এর আয়তন ৪ লাখ বর্গমিটার এবং এর ধারন ক্ষমতা সাড়ে ৬ লাখ । মসজিদটির ১০টি মিনার রয়েছে , সবচেয়ে উঁচু মিনারটির উচ্চতা ১০৫ মিটার। মসজিদের এক অংশেই রয়েছে রাসুল (সা.) এর রওজা মোবারক।

তাজ উল মসজিদ: সম্রাট বাহদুর শাহ জাফর এর শাসনামলে নবাব শাহ জাহান ১৯০১ সালে তাজ উল মসজিদটি নির্মান করেন। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই মসজিদ অবস্থিত। ভারতের সর্ব বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তর মসজিদ এটি। মসজিদটিতে দুইটি সুউচ্চ মিনার ও তিনটি গম্বুজ রয়েছে। মসজিদটির মোট আয়তন ৯৮ একর এবং একসঙ্গে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।

ফয়সাল মসজিদ: ১৯৮৬ সালে নির্মিত ফয়সাল মসজিদটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত। দক্ষিণ এশিয়া ও পাকিস্তানের সর্ব বৃহত্তম মসজিদ এটি । মরুভূমির বেদুঈনদের তাঁবুর মতো মসজিদটি ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিলো। বিখ্যাত তুর্কি স্থপতি ভেদাত দালোকে মসজিদটির নকশা করে। মসজিদটির লোক ধারন ক্ষমতা প্রায় ৭৪০০০ জন এবং মসজিদটির আয়তন প্রায় ৪৩২৯৫ বর্গমিটার। মসজিদটির চারটি গম্বুজ আছে এবং প্রত্যেকটির উচ্চতা ৯০ মিটার করে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url