ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত

সুন্দরভাবে জীবন যাপনের জন্য আল্লাহর নিয়ামতের মধ্যে একটি হলো ঘুম । মহানবী হযরত মুহাম্মাদ (সা) ঘুমানোর আগে কিছু সুন্নাত কাজ করতেন। ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত সেই কাজগুলো সম্পর্কে আমরা অবগত নই । আসুন জেনে নেই ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত সম্পর্কে ।
ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত

ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত ও ঘুমানোর আগে কি কি কাজ করতে হবে সকল তথ্যই এই আর্টিকেলটি পড়লে জানতে পারবেন। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত


আমাদের মুসলিমদের ফরজ আদায়ের পাশাপাশি সুন্নাত আদায় করা অবশ্যক। ঘুম আমাদের জন্য আল্লাহর দেয়া বড় একটি নিয়ামত। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের ক্লান্তি এবং রাতে বিশ্রাম করার জন্য ঘুমের প্রয়োজন হয় । আমাদের ঘুমের জন্যে আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন। মহানবী হযরত মুহাম্মাদ (সা) রাতে ঘুমানোর আগে অনেক গুলো সুন্নাত পালন করতেন। মুসলিমদের সবার উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) কে অণুসরণ করা। তো আসুন জেনে নেই 

  • বিছানা পরিষ্কার করাঃ ঘুমাতে যাওয়ার আগে অনেক গুলো সুন্নাত থাকলেও এর মদ্ধ্যে অন্যতম সুন্নাত হলো বিছানা পরিষ্কার করে নেয়া। প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন আপনাদের কেউ যদি ঘুমাতে যায় তাহলে বিছানায় শুয়ার আগে যেন তার কাপরের ভিতরের পাশ দিয়ে যেন বিছানা পরিষ্কার করে নেই। কারণ তার অনুপস্থিতে বিছানায় কষ্টদায়ক কোন কিছু থাকতে পারে।

  • ওযু করে ঘুমানোঃ নামাজে যাওয়ার আগে যেমন ওযু করে পবিত্র হয়ে নামায পরতে হয়। তেমনি ঘুমাতে যাওয়ার আগে আমাদের পাক পবিত্র হয়ে তারপর ঘুমাতে যাওয়া উচিত। নবী হযরত মুহাম্মাদ (সা) এর যখন অপবিত্র অবস্থায় ঘুমানোর ইচ্ছা হত তখন শুধু তিনি তার গোপনাঙ্গ ধুয়ে নিতেন এবং নামাজে যেভাবে ওযু করা হয় সেভাবে ওযু করতেন।
  • আল্লাহর নামে দরজা বন্ধ করাঃ সারাদিনের পর যখন সন্ধ্যা অন্ধকার নেমে আসে তখনি শুরু হয় শয়তান ও জিনদের আনাগোনা। শয়তান ও জিনদের হাত থেকে বাচতে সন্ধ্যার পর পর আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করতে হবে। এর ফলে শয়তান বা জিন আমাদের ঘরে ঢুকতে পারে না।
  • আয়াতুল কুরসি পড়াঃ রাতে ঘুমানোর আগে সবচেয়ে বড় সুন্নাত হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আমাদের নিজেদের জন্য প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতে হবে।
  • ঘুমানোর আগে প্রার্থনাঃ সারাদিনে আমরা আমাদের নিজের অজানতে কত রকমের খারাপ কাজ বা পাপ কাজ এ জড়িয়ে পরি। প্রতিদিনের পাপ কাজ এর জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
  • ডান দিকে ঘুমানোঃ ইসলামের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে , তেমনি ঘুমানোরও কিছু নিয়ম রয়েছে। আপনি ঘুমানোর আগে আপনাকে অবশ্যই ডান দিক হয়ে ঘুমাতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) সবসময় ডান দিক হয়ে ঘুমাতেন।

ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করতে হবে

রাতের ঘুম ভাল করার জন্য বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। ঘুম আমাদের সারাদিন এর ক্লান্তি দূর করতে কার্যকরি ভূমিকা পালন করে।রাতে ক্লান্ত শরীরে আমাদের কাছে ঘুমই প্রিয় হয়ে উঠে। তাই আমাদের জীবনকে সহজ করতে ঘুমানোর আগে কিছু কাজ অবশ্যই করতে হবে।
  • রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদের সকলের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অবশ্যক। খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নিন। ক্লান্ত লাগলে একবার গোসল করে নিন তাহলে আপনার শরীর রিফ্রেশ লাগবে। আপনার ভালো ঘুমও হবে।

  • আপনি রাতে ঘুমানোর আগে কিছুক্ষন বই পড়ার অভ্যাস করতে পারেন। কারণ সারাদিন এর দুশ্চিন্তা বই পড়ার কারণে দূর হয়ে যাবে।
  • ঘুমাতে যাওয়ার আগে সারাদিনে যত কাজ করেছেন সেগুলো পর্যবেক্ষণ করে দেখুন। কোন কাজটি কিভাবে শুরু করা উচিত আর কিভাবে শেষ করা উচিত এটা নিয়ে ভাববেন। তাহলে পরের দিনের কাজের শুরু করতে সহজ হবে।
  • পরের দিনের শুরু থেকে কি কি কাজ করবেন সেগুলো আগের রাতেই পরিকল্পনা করে রাখুন। খাতায় লিখেও রাখতে পারেন এতে করে আপনার আরামে ঘুম হবে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু শারীরীক চর্চা করে নিতে পারেন ভালো ঘুমের জন্য।
  • ঘুমানর আগে মোবাইল ফোন বা ল্যাপটপ এর মতো ডিভাইস থেকে দূরে থাকুন এতে আপনার মস্তিস্ক ভালো থাকবে আর ঘুমও ভালো হবে।

ঘুমানোর সঠিক সময়

আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রাতে ঘুমানোর বদলে ভোরে ঘুমাতে যান আবার ঘুম থেকে উঠেন দুপুর ১২ টা বা ২ টার সময়। তার মনে হয় যে ঘুম হয় কিন্তু সেই ঘুম রাতে ঘুমানোর মত হয়না। একজন মানুষ ঘুমায় তার নিয়মে কিন্তু তার শরীর চলে প্রকৃতির নিয়মে। রাতে দেরিতে ঘুমানোর কারণে দিনের শুরুটাই যেন ঠিক মত হয়না। যেমন সকালের খাবার সঠিক সময়ে হয়না, সারাদিনের কাজের সময় বদলে যায়।

সকালে ঘুমের কারণে আমরা সকালের রোদের ভিটামিন ডি থেকে বঞ্চিত হয়ে পরি। রাত জাগার কারণে মুখের টোনিং নষ্ট হয়ে যায় পাশাপাশি মুখে অনেক কিছু বার হওয়া শুরু করে। চোখের নিচে কালোদাগ পরে যায়। মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। আপনার শরীরের ওজন বেড়ে যাবে। দিনেরবেলা ঘুমানোর সময় চার পাশের পরিবেশ রাতের মত হয়না তাই আমাদের দিনের বা অন্য সময়ের ঘুম রাতের মত গভীর হয়ে উঠেনা। এই জন্য আমাদের রাতেই ঘুমানো উচিত।

ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করা যাবে না

আমাদের চারপাশের মানুষ খুব ব্যাস্ত হয়ে পড়ছেন। চারপাশের পরিবেশ এর সাথে তাল মিলিয়ে চলতে চিলতে নিজের জীবনকেই ভুলে গেছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ঘুম জনিত সমস্যায় ভোগেন। ঘুমের সমস্যা দূর করতে আমাদের কি কি করণীয় দেখে নিন।

  • রাতে ঘুমানোর আগে ভারী বা পেট ভরা খাবার খাবেন না। এতে আপনার পেটের সমস্যা হয়তে পারে। তাই রাতের খাবার ঘুমানোর ৩-৪ ঘন্টা আগে খেয়ে নিবেন।
  • সন্ধ্যার পর থেকে ক্যাফেইন জাতীয় খাবার থেকে বিরত থাকবেন। কারণ ক্যাফেইন জাতীয় খাবার আপনার ঘুমকে নষ্ট করে ফেলতে পারে। তবে দুধচা খেতে পারেন।
  • মদ্যপান বা ধুমপান থেকে বিরত থাকুন।
  • শোয়ার ঘরে আসবাব প্ত্র কম রাখার চেষ্টা করবেন।
  • সব রকমের মাদক গ্রহন থেকে বিরত থাকুন।
  • ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ঔষধ খাবেন না।
  • ঘুমের আগের কোন বিষয় নিয়ে চিন্তা না করাই ভালো।
  • ঘুমানোর আগে বেশি পানি পান করবেন না।
  • ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকতে হবে।
  • কোন কাজ পরিপূর্ণ না করে ঘুমাবেন না। এতে আপনার কাজের চাপ মাথায় থেকে যাবে এর ফলে রাতে ঠিক মত ঘুম হবে না ।

শেষ কথা

ঘুমানোর সঠিক নিয়ম, ঘুমানোর সঠিক সময়, ঘুমানোর আগে কি কি সুন্নাত কাজ করতে হবে সকল তথ্য এই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে। আশাকরি আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তরটি পেয়েছেন। শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url