তারাবির নামাজের নিয়ম , নিয়ত, দোয়া ও মোনাজাত
রমজান মাসে আমরা আলাদা সওয়াবের জন্য তারাবির নামাজ পড়ে থাকি। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে, যাদের তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই। আজকের আর্টিকেলটিতে আলোচনা করব তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া সম্পর্কে।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটিতে সকল তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেটে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা
প্রত্যেক বছরে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে তারাবির নামাজ ও শুরু হয়ে যায়। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি তারাবির নামাজ পড়া আল্লাহর দেওয়া বাড়তি নেয়ামত । সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত রোজা রেখে এশার নামাজের পর তারাবির নামাজ পড়া আসলেই খুবই ফজিলতপূর্ণ আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তারাবি শব্দ একটি আরবি শব্দ। তারাবি শব্দের বাংলা অর্থ হলো আরাম করা, বিশ্রাম করা, ধীরে ধীরে স্বাচ্ছন্দ্যবোধ করা ইত্যাদি।
এ নামাজ পড়ার সময় চার রাকাতের ফাঁকে ফাঁকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিশ্রাম নেয়া হয়। নামাজের সময় বৃদ্ধি করে ইবাদতের মাত্রা বৃদ্ধি করা হয়। এই নামাজটি ধীরে ধীরে এবং আরামদায়কভাবে পড়া হয় এজন্য এ নামাজকে তারাবির নামাজ বলা হয়। পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ হলে একটু বিশেষ ধরনের ইবাদত। এই নামাজটি প্রতিদিন এশার নামাজের ফরজ ও সুন্নত নামাজ পড়ার পরে এবং বেতের নামাজ পড়ার আগে পড়া হয়।
আরো পড়ুন ঃ ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত
তারাবির নামাজ ২০ রাকাত হয়। ২০ রাকাত তারাবির নামাজ আদায় করাকে সুন্নতে মুয়াক্কাদাহ বলা হয়ে থাকে।
তারাবির নামাজ পড়ার নিয়ম কি
এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়। আর এ নামজকেই ‘তারাবির নামাজ’ বলা হয়।দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। আবার দুই রাকাত নামাজ পড়া। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেয়া। এভাবে তারাবির ২০ রাকাত নামাজ শেষ করা হয়।
তারাবির নামাজের নিয়ত বাংলা উচ্চারন সহ
রমজানের প্রতিটা বছর আমরা তারাবির নামাজ পড়ার চেষ্টা করে থাকি। তো নামাজ পড়ার সময় যেন আমরা নামাজের নিয়ত না ভুল করি সেজন্য আমাদের প্রত্যেকটি নামাজের নিয়ত জেনে রাখা উচিত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই সকল নামাজের নিয়ত আমরা সকলেই জানি। কিন্তু বারো মাস পর পর তারাবি আসার কারণে হয়তো অনেকেরই নিয়ত মনে থাকে না। প্রিয় পাঠক আসুন জেনে নেই তারাবির নামাজের নিয়ত সম্পর্কে বাংলা উচ্চারণ সহঃ
আরবিতে তারাবির নিয়তঃ
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
বাংলা উচ্চারন ঃ
নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রকাআতাই সালাতিত তারাবিহ, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
বাংলায় তারাবির নিওতঃ
আমি কেবলামুখি হয়ে দুই রাকাআত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। জামাআত সাথে পড়লে যোগ করতে হবে "এ ইমামের পেছনে পড়ছি"।
বিশ্রামের সময় তাসবিহ তাহলিল পড়া, দোয়া-দরূদ ও জিকির আজকার করা। তারপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা।
তারাবির নামাজের দোয়া
প্রিয় পাঠক আমরা হয়তো দিনের পাঁচ ওয়াক্ত নামাজের দোয়া সকলেই জানি। কিন্তু প্রতিবছর রমজান মাসে তারাবির দোয়া আমরা সঠিকভাবে সবাই জানি না। আমাদের উচিত একজন মুসলিম হয়ে এই এই সকল নামাজের দোয়া জেনে রাখা উচিত। আসুন জেনে নেই, তারাবির নামাজের দোয়া সম্পর্কে। নিচে দেওয়া হলোঃ
আরবি উচ্চারণঃ
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
বাংলা উচ্চারণ :
‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’
চার রাকাত তারাবি আদায় করে বিশ্রাম বা বিরতির পর ব্যাপক প্রচলিত একটি দোয়া রয়েছে। যা দেশের প্রায় মসজিদে পড়া হয়। আর তাহলো-
উল্লেখ্য তারাবি নামাজের ৪ রাকাত পর পর পড়ার এ দোয়াটি ব্যাপক প্রচলিত। তবে এ দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই।এমন নয়, এ দোয়া না জানলে বা তারাবি নামাজে না পড়লে নামাজ হবে না। বরং যে কোনো দোয়াই পড়া যাবে। তবে এ সময়টিতে কোরআন-সুন্নাহর দোয়া, তাওবাহ-ইসতেগফারগুলো পড়াই উত্তম।
তারাবির নামাজের মোনাজাত কি
প্রিয় পাঠক আমরা ছোট থেকে হয়তো তারাবির নামাজ পড়ে এসেছি। কিন্তু আমরা সকলে হয়তো তারাবির নামাজের মোনাজাত কি সেটা জানিনা। এই আর্টিকেলটিতে জানবো আমরা তারাবির নামাজের মোনাজাত কি। তারাবির নামাজের মোনাজাত নিচে দেওয়া হলোঃ
আরবি উচ্চারণঃ
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
বাংলা উচ্চারণ :
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’
আরো পড়ুন ঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক মসজিদের ইমাম ৪ রাকাত নামাজ পড়ার পর পর মোনাজাত করে থাকেন। আবার অনেক ইমাম আছে যারা পুরো পুরি নামাজ একটা ফোন দিস সাব্বির কথাবার্তা ভুল বলে ফোন তো দিতে হবে একসঙ্গে মোনাজাত দেন। তবে নামাজ শেষ করে বিতর পড়ে মোনাজাত দেওয়াই উত্তম। মোনাজাতের জন্যও দেশব্যাপী মানুষের কাছে একটি দোয়া প্রাচীনকাল থেকেই ব্যাপকভাবে পড়া হয়।
তারাবি নামাজের দোয়ার মতো এ মোনাজাতটিও নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে মোনাজাতের শব্দগুলো অনেক চমৎকার ও প্রাঞ্জল। অনেকে তারাবি নামাজের মোনাজাতের জন্য এ দোয়াটিকে আবশ্যক মনে করেন। কেউ কেউ এমনও মনে করে, এ দোয়াটি ছাড়া তারাবি নামাজের মোনাজাত হবে না। এ ধারণা/বিশ্বাস মোটেও ঠিক নয়। তবে এ দোয়ায় মোনাজাত দিলে গোনাহ হবে তাও নয়।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আমরা মুসলিমরা ছোট থেকেই নামাজের সকল নিয়ম নিয়ত এগুলা জেনেছি। কিন্তু অনেকে আছি যে, বছরে ১ বার আসা এক মাসের তারাবির নামাজের নিয়ম, নিয়ত দোয়া এগুলো সম্পর্কে জানি না। আপনাদের সুবিধার্থে আমি এ সকল তথ্য আর্টিকেলটিতে তুলে ধরেছি। এরকম ইসলামিক কোন তথ্য সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধুদের মাঝে যদি কেউ তারাবির নামাজের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত সম্পর্কে জানেনা তাহলে এই আর্টিকেলটি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়েবসাইটটি ঘুরে দেখার অনুরোধ রইলো।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url