হরমোন কত প্রকার ও কি কি - মানব দেহে হরমোনের কাজ

হরমোন হলো নালী বিহীন গ্রন্থি থেকে নির্ধারণ হয় একটি প্রাণ রস। আমরা অনেকেই আছি যারা মানবদেহে হরমোনের কাজ কি তা সম্পর্কে জানিনা। আজকের এই আর্টিকেলটি তাদের জন্য। প্রিয় পাঠক আসুন জেনে নেওয়া যাক মানব দেহে হরমোনের কাজ কি তার সম্পর্কে।

এছাড়া এই পোস্টে আরো আলোচনা করা হয়েছে হরমোন কি, হরমোন কত প্রকার ও কি কি, বিভিন্ন ধরনের হরমোনের নাম সম্পর্কে। আপনি যদি এই সকল তথ্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নিতে চান তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

হরমোন কি

আমাদের শরীরে অবস্থানকারী এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা সাধারণত নারীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে এবং সরাসরি রক্তের সাথে মিশে যায়। সেই রাসায়নিক পদার্থ রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং শরীরের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে থাকে তাকে হরমোন বলে। হরমোন কি আমরা প্রাণ রস বলে থাকি। হরমোন আমাদের শরীরে নির্দিষ্ট কয়েকটি কাজ করার মাধ্যমে তার কাজ সম্পন্ন করে। প্রতিটি হরমোনের কাজ আলাদা আলাদা হয় এবং কাজ সম্পন্ন করে তারা ধ্বংস বা নিঃশেষ হয়ে যায়।

হরমোন কত প্রকার ও কি কি

মানুষের দেহে বিভিন্ন রকমের হরমোন হয়ে থাকে। আর প্রত্যেকটি হরমোনের কাজ আলাদা আলাদা হয়। এর মধ্যে থেকে আমি কিছু হরমোনের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রিয় পাঠক আসুন জেনে নেই হরমোন কত প্রকার ও কি কিঃ

  • প্রস্তুতকারী হরমোন (যেমন, পিটুইটারি, সম্মুখ লোবুলিন)
  • ব্যস্ততা হরমোন (যেমন, অ্যাড্রেনালিন, নরএপিনেফ্রিন)
  • গনাধর্মী হরমোন (যেমন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন)
  • ক্রিয়াশীলতা নিয়ন্ত্রণ হরমোন (যেমন, থাইরক্সিন)
  • অবস্থান্তর হরমোন (যেমন, ইন্সুলিন, গ্লুকাগন)

মানবদেহে হরমোনের কাজ কি

আমাদের মাঝে অনেকে আছে যারা এখনো আমরা হরমোনের কাজ সম্পর্কে জানি না। আমাদের শরীরের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে হরমোনের ব্যবহার রয়েছে। এই হরমোনের কারণে আমরা আমাদের শরীরকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি। প্রিয় পাঠক আসুন জেনে নেওয়া যাক মানব দেহে হরমোনের কাজ কি সম্পর্কেঃ

  • হরমোন দেহের বৃদ্ধি করে থাকে
  • ঘুমানো এবং ঘুম থেকে ওঠা এবং অন্যান্য কাজ যেমন রক্তস্বাত নিয়ন্ত্রণ করা হৃদপিন্ডের কার্যক্রম বজায় রাখা।
  • আপনার মেজাজের পরিবর্তন এবং বিভিন্ন ধরনের আবেগের নিয়ন্ত্রণ এক কথায় মুড সুইং ইত্যাদি।
  • মৃত কোষদের ধ্বংস করা
  • আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা চালু রাখা এবং বন্ধ করা
  • হরমোনের কারণে ক্ষুধা তৈরি ও খাদ্য হজম হয়
  • হরমোন আমাদের মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করে যেমন শরীরের ঘাম তৈরি করা , অজ্ঞান হয়ে পড়া।
  • আমাদের শ্বাস-প্রশ্বাস চলাচলের জন্য হরমোনের অবদান রয়েছে।
  • মানবদেহের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য হরমোনের প্রয়োজন।
  • হরমোন আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ।
  • হরমোন আমাদের শরীরের হারকে মজবুত করে।
  • হরমোন আমাদের খাবারের রুচি বাড়াতে সাহায্য করে।
  • হরমোন মানবদেহে ত্বকের উন্নতি করে ত্বককে সতেজ রাখে এবং ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে।

বিভিন্ন ধরনের হরমোনের নাম

প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে জেনেছি হরমোন কি, ও হরমোনের ব্যবহার সম্পর্কে জেনেছি। আসুন জেনে নেই বিভিন্ন ধরনের হরমোনের নাম সম্পর্কেঃ

  • TRH- Thyrotropin Releasing Hormone
  • CRH - Corticotropin Releasing Hormone
  • SRH - Somatotropin Releasing Hormone
  • GH-IH - Growth Hormone Releasing Hormone
  • GnRH - Gonadotropin Releasing Hormone
  • PRH - Prolactin Realising Hormone
  • PIH - Prolactin Inhibiting Hormone
  • MSH-RF - Melanocyte Stimulating Hormone-Releasing Factor
  • MSH-RIF - Melanocyte Stimulating Hormone-Release Inhibiting Factor
  • MSH- Melanocyte Stimulating Hormone
  • TSH - Thyroid Stimulating Hormone
  • ACTH - Adrenocorticotropic Hormone
  • GH - Growth Hormone
  • STH - Somatotropic Hormone
  • GTH - Gonadotropic Hormone
  • FSH - Folicol Stimulating Hormone
  • LH - Leutinising Hormone
  • ICSH - Interstitial Cell Stimulating Hormone
  • ADH - Antidiuretic Hormone
  • PTH-প্রোথোরাসিকোট্রপিক হরমোন
  • ADH-অ্যাকোডাইসিন হরমোন

আরো বিভিন্ন ধরনের হরমোন

  • Autocrine signaling
  • সাইটোকাইন
  • এন্ডোক্রিন বাধাপ্রদানকারী
  • এন্ডোক্রিন ব্যবস্থা
  • অন্তঃক্ষরা গ্রন্থিবিজ্ঞান
  • Environmental hormones
  • Growth factor
  • ইন্ট্রাক্রিন
  • Metabolomics
  • Neuroendocrinology
  • Paracrine signaling

উদ্ভিদ হরমোন

  • Semiochemical
  • Sex-hormonal agent
  • Sexual motivation and hormones
  • জেনোহরমোন

লেখকের মন্তব্য

প্রিয় পাঠকী আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে হরমোন কি, হরমোন কত প্রকার ও কি কি, মানবদেহে হরমোনের কাজ কি এবং বিভিন্ন ধরনের হরমোনের নাম সম্পর্কে। প্রিয় পাঠক আশা করি, আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম আরো তথ্য পেতে ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url