সহজ মেহেদির ডিজাইন পিক ও ঈদের মেহেদির ডিজাইন পিক

ঈদের সাথে মেহেদি দেয়ার সম্পর্ক সেই আদিমকাল থেকেই। ঈদের আগের দিন রাত্রে মেহেদির টিউব নিয়ে ছোটাছুটি করে ছোট থেকে বড়রা সবাই। কিন্তু এখনকার সময়ে মেহেদির ডিজাইন সিলেক্ট করায় যেন বড় দুষ্কর। আগের সকল ডিজাইনগুলো পুরানো হয়ে গেছে। তাই এখন আমি আর্টিকেলটিতে দেখাবো নতুন নতুন মেহেদি ডিজাইন এর ছবি।
সহজ মেহেদির ডিজাইন পিক ও ঈদের মেহেদির ডিজাইন পিক

প্রিয় পাঠক আসুন আমরা দেখে নিই বিভিন্ন ধরনের মেহেদি ডিজাইন। এছাড়াও এই আর্টিকেলে লেখা হয়েছে কোন মেহেদী হাতে দেয়ার জন্য ভালো। আপনার হাতে কোন মেহেদি ডিজাইনটি মানাবে সেটা দেখার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখুন।

কোন মেহেদী হাতে দেওয়ার জন্য ভালো

মেহেদী এমন একটি জিনিস যেটা মেয়েদের হাতের সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম। বিয়ে বাড়ি ঈদের সময় হইলেই মেয়েরা কোন একটি মেহেদি টিউব নিয়ে বড় আপুদের কাছে গিয়ে আবদার মেহেদি দিয়ে দেওয়া লাগবে। কিন্তু আমরা কি আসলেও জানি আমাদের জন্য কোন মেহেদী উপকার আর কোন মেহেদী আমাদের হাতের ক্ষতি করে থাকে। বাজারে যে সকল পণ্য এখন আছে সেগুলোতে মেহেদীর রং পাওয়ার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল এবং রাসায়নিক পদার্থ মিশিয়ে তারপর সেগুলোতে মেহেদির রং এর মতো রং নিয়ে আসা হয়।

এই সকল মেহেদী গুলা যদি আমরা আমাদের হাতে ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে। যাদের তকে এলার্জির মত সমস্যা আছে তারা যদি এসব মেহেদী ব্যবহার করে তাদের চুলকানির মত সমস্যা বেড়ে যেতে পারে। তাই যারা নিয়মিত মেহেদী হাতে দিয়ে থাকেন তাদের উচিত আয়ুর্বেদিক বা অর্গানিক মেহেদী ব্যবহার করা । মেহেদীর একটি মূল বিশেষত্ব হলো এর ভেতরে কোন রাসায়নিক পদার্থ বা প্রিজারভেটিভ মারা থাকে না। 


এই মেয়েদের মধ্যে মেহেদী পাতার গুড়া ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের তেল ব্রাউন সুগার এবং লেবুর রস মিশিয়ে মেহেদী প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। বাজারে বাজারজাত করার টিউব মেহেদী যেমন পাঁচ মিনিটের মধ্যে হাতের রং করতে পারে, কিন্তু আয়ুর্বেদিক বা অর্গানিক মেহেদী করতে পারে না। বাজারের টিউব জাতীয় মেহেদী গুলোতে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং প্রিজারভেটিভ থাকে যার কারণে পাঁচ মিনিটের ভিতরে রং হয়ে যায়।

কিন্তু আয়ুর্বেদিক বা অর্গানিক মেহেদীতে কোন ধরনের প্রিজারভেটিভ বা রাসায়নিক পদার্থ থাকে না যার কারণে এই মেহেদী কমসেকম আট থেকে দশ ঘন্টা হাতে দিয়ে রাখতে হবে। তারপরে অর্গানিক মেহেদীর রং আপনার হাতে সম্পূর্ণ ভাবে লেগে যাবে। আমার মনে হয় যে বাজারজাত করা ইনস্ট্যান্ট ৫ মিনিট রং হওয়ার চেয়ে আয়ুর্বেদিক বা অর্গানিক মেহেদী ব্যবহার করা ভালো এতে আমাদের হাতের কোন ক্ষতি হবে না। এবং আয়ুর্বেদিক মেহেদির রং ও দীর্ঘস্থায়ী হবে। তাই আমরা বাজারের বাজার থেকে বিরত থাকবে এবং আয়ুর্বেদিক ব্যবহার করব।

সহজ মেহেদির ডিজাইন পিক

প্রিয় পাঠক আপনারা এখন দেখবেন সহজ এর ভেতরে কিছু মেহেদি ডিজাইন এর ছবি যেগুলো আপনি খুব সহজে নিজের হাতে ডিজাইন বানাতে পারবেন। এই মেহেদির ডিজাইনগুলো খুব সহজেই আকানো যায়। কারো সাহায্য ছাড়া আপনি নিজে নিজে এই মেহেদি ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন। প্রিয় পাঠক চলুন দেখে নেই মেহেদির ডিজাইন পিক।
                                                        সহজ মেহেদির ডিজাইন

এই মেহেদি ডিজাইন টি আপনি খুব সহজেই আপনার হাতের উপরে ডিজাইন করতে পারবেন। প্রথমত এই মেহেদী আপনার হাতের অপর পাশের মাঝখানে গোলাকার বৃত্ত দিয়ে শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে বাহিরের সাইডের যে ডিজাইন গুলো আছে এগুলো করতে শুরু করবেন। এই ছবিটি যদি আপনি দেখে দেখে মেহেদি ডিজাইন শুরু করেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে মেহেদি ডিজাইন আপনার হাতে ডিজাইন করতে পারবেন।
                                                          সহজ মেহেদির ডিজাইন
এই মেহেদি ডিজাইন টি হালকা ডিজাইনের উপর খুবই সুন্দর এবং গর্জিয়াস। এই ডিজাইনটি যেকোনো মেয়ের হাতে সুন্দর লাগবে। ডিজাইনটি হাতের উপর বানানো খুবই সহজ। ডিজাইনটি বানানোর জন্য প্রথমত আপনাকে হাতের তালুতে বৃত্তের মত কিছু ডিজাইন দিয়ে শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে আপনি এরকম ডিজাইন যুক্ত করে করে এরকম সুন্দর একটি ডিজাইন বানাতে পারবেন। এই ডিজাইনটি যেকোন মানুষের পক্ষে করা সম্ভব।



সহজ মেহেদি ডিজাইন ২০২৪ ছবি

প্রিয় পাঠক আপনি ২০২৪ সালের মেহেদি ডিজাইন সম্পর্কে দেখতে চাচ্ছেন। প্রত্যেক বছর ঈদের সময় মেহেদী দেওয়ার হিড়িক লেগে যায়। কে কোন ডিজাইনের মেহেদী দিবেন। কোন স্টাইলে হাতে মেহেদি দিলে মেয়েদের সুন্দর দেখাবে এইসব নিয়ে ভাবেন। তাহলে আর্টিকেলটি আপনার জন্য এই আর্টিকেলে ২৪ সালের কিছু নতুন ডিজাইনের মেহেদি দেওয়ার ছবি দেওয়া হয়েছে। চাঁদ রাতে মেহেদী দেওয়ার জন্য এই ডিজাইনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এই মেহেদির ডিজাইনগুলো যেকোনো মেয়েদের হাতে সুন্দরভাবে মানাবে।
এই মেহেদি ডিজাইন টি একটু কঠিনের মধ্যে। আপনি চাইলে আপনার হাতে নিজেই দিতে পারবেন। আর আপনি যদি চান মেহেদি দেওয়ার দক্ষতা আপনার সামান্য কম আছে তাহলে আপনার হাতকে সুন্দর দেখার জন্য অবশ্যই প্রফেশনাল দের কাছে থেকে মেহেদী দিয়ে নেবেন। এতে আপনার মেহেদী ডিজাইন দেখতে অনেক সুন্দর হবে।
উপরের ছবির মেহেদি ডিজাইন টি ভালো করে লক্ষ্য করে দেখুন। এই ডিজাইনটি দেখতে অনেকটা কঠিন মনে হলেও ডিজাইন টি করাটা আসলে খুবই সহজ। মেহেদি ডিজাইন টি যদি আপনার হাতের উপরে দেয়া হয় তাহলে অবশ্যই আপনার হাতকে অনেক সুন্দর দেখাবে। মেহেদীটির ডিজাইনটি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ছবি দেখার পরেই ডিজাইন শুরু করতে হবে। প্রথমত আপনি ডিজাইন করার জন্য আপনার হাতের তালুর উপরে বৃত্তাকারের মত ফোঁটা ফোটা মেহেদী নিবেন। তারপর কটন বারের সাহায্যে এরকম ডিজাইন করতে পারবেন।


ঈদের মেহেদির ডিজাইন পিক

ঈদের সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া না থাকলে হয়তো তারা নিজেদের কাছে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে না। আমরা ছেলেরাও চাই মেয়েদের হাত যেন খালি না থাকে। মেয়েরা তাদের হাতে মেহেদি দিয়ে ডিজাইন করে হাতের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। অনেকেই আছে যারা ঈদের সময় মেহেদী দেওয়ার জন্য মেহেদীর ডিজাইন খুঁজে পায় না। অনেক পুরানো মেহেদি ডিজাইন প্রত্যেকবার ব্যবহার করা যায় না। তাই আর্টিকেলটিতে এই ঈদের নতুন মেহেদি ডিজাইন এর ছবি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ঈদের নতুন ডিজাইন বলতে পারেন এগুলা। এই ডিজাইনগুলো হাতের উপর প্রফেশনাল ছাড়া ডিজাইন করা খুবই কঠিন । আপনি যদি একজন প্রফেশনাল মেহেদী ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই মেহেদি ডিজাইন আপনার কাছে খুবই সহজ মনে হবে। যারা মেহেদী ডিজাইন করার জন্য অভ্যস্ত না তারা এই ডিজাইনটি শুরু করবেন না। এতে আপনার হাতের মেহেদি ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই মেহেদী ডিজাইনটা আপনি প্রফেশনাল দিয়েই আপনার হাতে ডিজাইন করে নিন।
এই ডিজাইনটি খুবই কঠিন একটি ডিজাইন। এই ডিজাইনটি আপনার নিজে নিজে করা অনেক কঠিন হয়ে যাবে। তাই যাদের পূর্বের অভিজ্ঞতা আছে মেহেদী ডিজাইন করার তাহলে তারা অবশ্যই চেষ্টা করলে এটা করতে পারবেন। আপনাদের আশেপাশে অনেক বড় আপু আছে যারা মেহেদী ডিজাইন খুবই সুন্দরভাবে করতে পারে। তাদের কাছে গিয়ে আপনি যদি এই ছবিটি দেখান তাহলে তারা অবশ্যই আপনাকে এই ডিজাইন করে দিতে পারবেন। আপনি চাইলে এই ডিজাইনটি তাদের কাছ থেকে কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করলে হয়তো ডিজাইনটি আরো সুন্দর হতে পারে।



নতুন মেহেদী ডিজাইন পিক

আমাদের মাঝে অনেকে আছে যারা সহজ বা সাধারণ মেহেদির ডিজাইন পছন্দ করেন। আবার অনেকেই আছেন যারা একটু গর্জিয়াস টাইপের ডিজাইন খুবই পছন্দ করে থাকেন। মেয়েদের যার যেরকম পছন্দ সে সেরকম ডিজাইন নিতে পারেন। মেহেদী এমন একটা জিনিস যেটি মেয়েদের হাতে সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম। আসলে মেয়েদের হাতে যদি মেহেদী দেয়া থাকে তাহলে হাতির একটি আলাদাই সৌন্দর্য থাকে। প্রিয় পাঠক আসুন দেখে নেওয়া যাক নতুন মেহেদী ডিজাইন পিক সম্পর্কে।

আমি চেষ্টা করব সহজ এবং সাধারন এবং কঠিন ডিজাইনের পিক দেওয়ার। আপনার পছন্দ হয় তাহলে সেই ডিজাইনটা আপনি অবশ্যই আপনার হাতে প্রফেশনাল দিয়ে , দিয়ে নিতে পারেন। আমি সারিবদ্ধভাবে মেহেদি ডিজাইন পিক দিচ্ছি আপনারা দেখতে থাকুন।












লেখকের মন্তব্য

প্রিয় পাঠকের আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে কোন মেহেদী হাতে দেওয়ার জন্য ভালো , সহজ মেয়েদের ডিজাইন পিক দেওয়া আছে, সহজ মেয়েদের ডিজাইন 2024 ছবি দেওয়া হয়েছ, ঈদের মেহেদি ডিজাইন পিক সম্পর্কে ও নতুন মেহেদি ডিজাইন পিক সম্পর্কে ও মেহেদী কিভাবে দেওয়া শুরু করবেন তা সম্পর্কে বলা হয়েছে। আপনি যদি আপনার মেহেদীর পছন্দের ডিজাইন খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সকল মেয়েদের ডিজাইনগুলো আপনার বান্ধবীদেরকে শেয়ার করে দিন। তারাও যেন ভালো ভালো মেহেদি ডিজাইন হাতে দিতে পারে। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url