ঘুমের ওষুধ আমাদের কোন কোন ধরনের ক্ষতি করে
ঘুম আমাদের মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে । কিন্তু রাতে বিভিন্ন কারণে আমরা সঠিক ভাবে ঘুমাতে পারিনা । তাই আমাদের ঘুমের জন্য প্রতিনিয়ত ঘুমের ওষুধ খেয়ে থাকি । ঘুমের ওষুধ আমাদের নানান রকমের ক্ষতি করে থাকে । এই আর্টিকেলটিতে আমরা জানবো ঘুমের ওষুধ আমাদের কোন কোন ধরনের ক্ষতি করে থাকে।
প্রিয় পাঠক , এই আর্টিকেলটিতে আলোচনা করা হবে , অতিরিক্ত ঘুমের ওষধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া, ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়,কারা ঘুমের ওষুধ খেতে পারবেন না ইত্যাদি সম্পর্কে। এই সকল তথ্য জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন।
অতিরিক্ত ঘুমের ওষধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
চলমান জীবনের প্রভাবে আমাদের মানসিক ও শারীরিক এবং দীর্ঘমেয়াদি রোগ খুবই জটিলতম হয়ে যাচ্ছে । এবং এই সকল সমস্যার সাথে দেখা দিয়েছে ঘুমের সমস্যা। যান্ত্রিক জীবনে যদি দীর্ঘদিন ঘুমের সমস্যা হয় তাহলে রাতে ঘুমের জন্য আমরা ঘুমের ওষুধ খেয়ে থাকি। এভাবে চলতে চলতে আমরা একসময় ঘুমানোর জন্য ঘুমের ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু প্রতিনিয়ত ঘুমের ওষুধ খাওয়া আমাদের শরীরের জন্য কি সঠিক? ঘুমের ওষুধ আমাদের শারীরিকভাবে কোন কোন ধরনের ক্ষতি করে আমাদের জানা উচিত। প্রিয় পাঠক আসুন জেনে নেওয়া যাক অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- মাথা ঘোরা মাথা ব্যাথা
- ডায়রিয়া
- বমি বমি ভাব
- ঘুম ঘুম ভাব
- এলার্জির সমস্যা
আরো পড়ুনঃ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের তালিকা সমূহ
- ওজন বৃদ্ধি
- স্মৃতিশক্তি কমে যাওয়া
- আত্মহত্যার দিকে ঢলে পড়া
- চিন্তাভাবনার বিভিন্ন ধরনের পরিবর্তন হয় যেমন হ্যালুসিনেশন
দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে যে সমস্যা দেখা দিতে পারে
- ওষুধের নির্ভরশীলতা
- ওষুধে আসক্তি
- দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যস্ত হয়ে গেলে ওষুধ না খাওয়ার কারণে আপনার ঘুমহীনতা দেখা দিতে পারে। এছাড়া আরো সমস্যা দেয় স্মৃতিশক্তি লোপ পাওয়া দুশ্চিন্তা বেড়ে যাওয়া ইত্যাদি ধরনের সমস্যা।
- ঘুমের ওষুধ খাওয়ার অভ্যস্ত হয়ে গেলে ওষুধ খাওয়া ধীরে ধীরে বন্ধ করতে হয়। নয়তো হঠাৎ করে ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিলে মানসিক অবসাদ, জ্বর, কাশি, সর্দি , শরীর ম্যাজ ম্যাজ করা এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
- ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত যে সকল ঘুমের ওষুধ বিক্রি করা হয় না সে সকল ঘুমের ওষুধ তার মধ্যে অন্যতম এবং শক্তিশালী ঘুমের ওষুধ। এই সকল ঘুমের ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমাদের উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ থেকে বিরত থাকা।
ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়
আমরা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্যই ঘুমিয়ে থাকি। কিন্তু কিছু কারণে আমাদের রাত্রে সঠিক মত ঘুম হয় না। আমরা অনেকেই আছি যারা রাত্রে ঘুমের জন্য ঘুমের ওষুধ খেয়ে থাকি। আমরা ইতিমধ্যে জেনে এসেছি অতিরিক্ত ঘুমের ওষুধ আমাদের শারীরিকভাবে কোন কোন ক্ষতি করে থাকে। তাই ঘুমের জন্য আমাদের ঘুমের ওষুধের বিকল্প কিছু পদ্ধতি ব্যবহার করা উচিত। অনেকের মতে ঘুমের ওষুধের পরিবর্তে বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যেগুলো সঠিক মত আমরা জানিনা। প্রিয় পাঠকের আর্টিকেলটিতে আমরা জানবো ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই তথ্য সম্পর্কে।
- আমাদের আগে জানা উচিত শারীরিক বা মানসিক কোন কারণে আমাদের ঘুম হচ্ছে না, সেটা সমাধান করতে হবে।
- প্রতিদিন নির্ধারিত সময় ঘুমানোর অভ্যাস করতে হবে। এতে ওই সময়টা আমাদের ঘুম ব্যতীত অন্য কোন চিন্তা বা কিছু মাথায় ঘুরবে না।
- নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এতে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কিছুটা ক্লান্তি আসলে অবশ্যই ঘুম ভালো হবে।
- আমরা মনে করে থাকি আমাদের রাতের ঘুম সবচেয়ে বেশি ভালো হয় এবং শান্তিদায়ক ঘুম হয়। তাই আমাদের দিনে না ঘুমিয়ে রাতে ঘুমাতে হবে। দিনে যদি ঘুমায় তাহলে রাত্রে ঠিকমতো ঘুম হবে না, এতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরও আমাদের শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে।
- মেডিটেশন বা ধ্যান, মেডিটেশন বা ধ্যানের ফলে আমাদের মন শান্ত থাকে এবং মাথাও শান্ত থাকে। এতে আমাদের ঘুমাতে সহজ হয়।
- ঘুমাতে যাওয়ার ৩০ থেকে ১ ঘন্টা আগেই ইলেকট্রিক কোনো ডিভাইস থেকে দূরে থাকতে হবে যাতে আমাদের নির্ধারিত সময় ঘুমের কোন ব্যাঘাত করতে না পারে।
- যেকোন ধরনের নেশা দিয়ে খাবার থেকে দূরে থাকতে হবে। কারণ নেশা জাতীয় খাবার আমাদের ঘুমের অনেক ক্ষতি করে থাকে।
- আপনি যদি রাত্রি সঠিকভাবে ঘুমাতে চান তাহলে অবশ্যই আপনাকে সন্ধ্যার আগের থেকে চা বা কফি বা যে কোন ক্যাফেইন সমৃদ্ধ খাবার থেকে বিরত থাকতে হবে। কারণ ক্যাফেইন আমাদের সহজে ঘুমাতে দেয় না।
প্রিয় পাঠক আশা করি আপনি যদি এই সকল নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি রাতে সঠিকভাবে ঘুমাতে পারবেন।
কারা ঘুমের ওষুধ খেতে পারবেন না
প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে জেনেছি যে অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে। কিন্তু ডাক্তারের মত কিছু কিছু মানুষদের জন্য ঘুমের ওষুধ খাওয়া একদমই উচিত নয়। তারা যদি ঘুমের ওষুধ সেবন করে তাহলে তাদের অন্য যেকোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তাই আসুন জেনে নিই কারা ঘুমের ওষুধ খেতে পারবেন না।
- যারা নিম্ন রক্তচাপে ভুগছেন
- যারা লিভার জনিত জটিল রোগে ভুগছেন
- যারা কিডনির সমস্যায় ভুগছেন
- অনেক বয়স্ক ব্যক্তি ঘুমের ওষুধ খেতে পারবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া
- খিচুনি রোগে ভুগছেন যারা
- গর্ভাবস্থায় ঘুমের ওষুধ খাওয়া যাবে না
- দুগ্ধ দানকারী মা ঘুমের ওষুধ সেবন করতে পারবেন না
আরো পড়ুনঃ ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নাত
প্রিয় পাঠক এই সকল রোগে যারা ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না । যদি খেয়ে ফেলেন তাহলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন।
ঘুমের ওষুধের নাম ও দাম
ঘুমের ওষুধের নাম ঘুমের ওষুধের ডোজ কোম্পানি ঘুমের ওষুধের দাম (টাকা/পিস)
Ancoti 3mg Rangs Pharma 4.02
Anxio 3 mg UniMed UniHealth 4.50
Anxionil 💊 3 mg NIPRO JMI Pharma
5.02
Anxirel 💊 3 mg Novo Healthcare 4.01
Benzopam 💊 3 mg Benham Pharma
5.00
Bomaz 💊 3 mg Sharif Pharma
4.01
Bopam 💊 3 mg Opsonin Pharma 4.54
Bromazep 💊 3 mg Orion Pharma
4.01
Bronium 💊 3 mg Doctor’s CWL 1.50
Broze 💊 3 mg Biopharma Lab 5.02
Brozep 💊 3 mg Alco Pharma 5.00
Freten 💊 3 mg Delta Pharma 3.00
Kpam 💊 3 mg Kemiko Pharma 4.01
Laten 💊 3 mg Supreme Pharma 3.00
Laxonil 💊 3 mg Rephco Pharma 4.00
Laxyl 💊 3 mg Square Pharma 5.02
Lazonil 💊 3 mg Rephco Pharma 3.00
Lexnil 💊 3 mg Asiatic Lab 4.00
Lexopam 💊 3 mg Credence Pharma 4.50
Lexopil 💊 3 mg Healthcare Pharma 5.00
Lexotanil 💊 3 mg Radiant Pharma 7.00
Mapez 💊 3 mg Kumudini Pharma 4.00
Nightus 💊 3 mg Beximco Pharmad 3.00
Norry 💊 3 mg Renata Limited 5.00
Notens 💊 3 mg Aristopharma 5.00
Peacepil 💊 3 mg Concord Pharma 5.00
Relaxaid 💊 3 mg Labaid Pharma 5.00
Relaxium 💊 3 mg Amico Lab 4.00
Rem 💊 3 mg Ambee Pharma 3.50
Restol 💊 3 mg Eskayef Pharma 5.00
Siesta 💊 3 mg Incepta Pharma 4.00
Tarbo 💊 3 mg Pharmasia Ltd 5.00
Tenapam 💊 3 mg General Pharma 5.01
Tenil 💊 3 mg ACME Lab 5.01
Tensfree 💊 3 mg Globe Pharma 4.50
Tynaxie 💊 3 mg Navana Pharma 5.02
Xionil 💊 3 mg SANDOZ 5.10
Xiopam 💊 3 mg Euro Pharma 5.00
Zepam 💊 3 mg ACI Ltd 5.02
Zerotens 💊 3 mg Popular Pharma 4.00
আরো বিভিন্ন ধরনের ঘুমের ওষুধের তালিকা ঃ
Aristopharma কোম্পানির ঘুমের ঔষধের নাম Arotril
Beximco কোম্পানির ঘুমের ঔষধের নাম Xetril
Roche কোম্পানির ঘুমের ঔষধের নাম Rivotril
Orion কোম্পানির ঘুমের ঔষধের নাম Rivo
Opsonin কোম্পানির ঘুমের ঔষধের নাম Pase
Acme কোম্পানির ঘুমের ঔষধের নাম Leptic
Epitra কোম্পানির ঘুমের ঔষধের নাম Square
General কোম্পানির ঘুমের ঔষধের নাম Epiclon
Incepta কোম্পানির ঘুমের ঔষধের নাম Disopan
Reneta কোম্পানির ঘুমের ঔষধের নাম Denixil
SKF কোম্পানির ঘুমের ঔষধের নাম Cloron
ACI কোম্পানির ঘুমের ঔষধের নাম Clonium
Healthcare কোম্পানির ঘুমের ঔষধের নাম Clonatril
Popular কোম্পানির ঘুমের ঔষধের নাম Clonapin
Pharmasia কোম্পানির ঘুমের ঔষধের নাম Clonzy
Biopharma কোম্পানির ঘুমের ঔষধের নাম Cloma
ক্লোনাজেপাম গ্রুপের সবচেয়ে পরিচিত একটি ঔষধ হচ্ছে ডিসোপেন ২ বা disopan 2 ।
ফেনেট হলো কিটোটিফেন জাতীয় ঘুমের ঔষধ। এলারিড ট্যাবলেট ।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের এইই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে , অতিরিক্ত ঘুমের ওষধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া, ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়,কারা ঘুমের ওষুধ খেতে পারবেন না ইত্যাদি সম্পর্কে। আর্টিকেলটি পড়ে যদি ভাল ল্গেগে থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আর বন্ধুদের সাথে শেয়ার করবেন । ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url