আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়াতুল কুরসি পড়ার ফজিলত
আল্লাহতালা মানবজাতির কল্যাণ ও আদর্শ জীবন যাপনের জন্য কোরআন মাজীদ নাযিল করেছেন। কোরআন শরীফের দ্বিতীয় তম সূরা আল বাকারার ২৫৫ তম আয়াত আয়াতুল কুরসি। আমাদের জন্য খুবই ফজিলতপূর্ণ আয়াত। প্রিয় পাঠক আসুন জেনে নেই আয়াতুল কুরসি সম্পর্কে।
এই আর্টিকেলটিতে আয়াতুল কুরসির আরবি ও বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ বিভিন্ন ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আয়াতুল কুরসী সম্পর্কে আপনি আপনার সম্পূর্ণ জ্ঞান নেওয়ার জন্য এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
আয়াতুল কুরসির পরিচিতি
পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সুরা আল বাকারার ২৫৫ তম আয়াত হল আয়াতুল কুরসী। আয়াতুল কুরসি এর (আরবি: آية الكرسي আয়াত আল-কুরসি, অর্থ " সিংহাসনের স্তবক")। আয়াতুল কুরসিতে আল্লাহতালার পূর্ণ ক্ষমতার ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ তালাকে কারো সাথে তুলনা করা হয় না এটা সম্পর্কে বলা হয়েছে । আয়াতুল কুরসি ইসলাম বিশ্বে অনেক বেশি পাঠ করা এবং মুখস্ত করে থাকে।
ইসলাম ধর্মের ভালো ভালো পন্ডিতগণ আয়াতুল কুরসিকে পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাবি করে থাকেন। এই আয়াতটি নিয়মিত পাঠ করে থাকলে অনেক ধরনের ফজিলত পাওয়া যায় এবং বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় পাঠক আসুন জেনে নি ন আয়াতুল কুরসি এর বাংলা উচ্চারণ এবং অর্থ। এই আর্টিকেলটিতে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। আসুন জেনে নেই ফজিলত সম্পর্কে।
আয়াতুল কুরসি আরবি
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
আয়াতুল কুরসি বাংলা
আমরা দেখি আমাদের চারপাশে অনেক মানুষজন আছে যারা সঠিক মত আরবি পড়তে পারেনা। তাদের জন্য এই আর্টিকেলটি। প্রিয় পাঠক এই পোস্টে আলোচনা করা হয়েছে, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সম্পর্কে। আসুন জেনে নেই আয়াতুল কুরসির বাংলা উচ্চারণঃ
আরবি উচ্চারণঃ
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণঃ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে জেনেছি আয়াতুল কুরসির আরবি উচ্চারণ এবং আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ সম্পর্কে। কিন্তু আমাদের উচিত আয়াতুল কুরসি আরবি বাংলা এবং বাংলা অর্থসহ পড়া। যদি আমরা আয়াতুল কুরসি বুঝে পাঠ করি তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ করা হবে। প্রিয় পাঠক আসুন জেনে নেই আয়াতুল কুরসির বাংলা অর্থঃ
আরবি উচ্চারনঃ
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণঃ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)।
বাংলা অর্থঃ
আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। কোনো তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তাঁর হুকুম ব্যতিত এমন কে আছে যে, তাঁর নিকটে সুফারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তাঁর জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতুটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতিত। তাঁর কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলোর তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান’।
আয়াতুল কুরসি পড়ার ফজিলত
প্রিয় পাঠক ইতিমধ্যে আমরা আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সম্পর্কে জেনেছি । আমাদের সকলের আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জেনে রাখা উচিত। আসুন জেনে নেই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কেঃ
- রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারাই নিযুক্ত থাকে । যাতে শয়তান তার নিকটবর্তী হয়ে তাকে কোনরকম ক্ষতি করতে না পারে। বুখারী
- হযরত আবু হুরায়রা থেকে বর্ণিতঃ হযরত মুহাম্মদ(সাঃ) বলেছেন, সূরা বাকারার একটি শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যেতে থাকে।
- প্রতিটি নামাজের শেষে এবং রাতে ঘুমানোর আগে যদি বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করা যায় তাহলে দুষ্টু দিনও শয়তান থেকে সহজে নিরাপদ থাকা যায়।
- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ) বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পর আয়াতুল কুরসি পাঠ করে এবং ফজর ও মাগরিব নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তায়ালা নিজেই সারাদিন এবং রাত সবরকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
- হযরত আলী(রাঃ) বলেন, আমি রাসূল(সাঃ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি বিছানায় ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহতালা তার নিজের ঘরের এবং প্রতিবেশীর ঘরের আশেপাশের সব ঘরের শান্তি বজায় রাখবেন।
- আবু উমামা (রাঃ) বর্ণিতঃ রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া অন্য কোন বাধা থাকবে না। ( সহিহ আল-জামেঃ৬৪৬৪)।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আর্টিকেলটিতে আপনি আয়াতুল কুরসির আরবি এবং বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসীর বাংলা অর্থ ও আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং তাদের আয়তুল কুরসী সম্পর্কে জেনে নেওয়ার সুযোগ করে দিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url