যে ১১ কারণে রোজ কমলা খাবেন - কমলা খাওয়ার উপকারিতা
আমাদের সুপরিচিত একটি ফল হল কমলা। বাংলাদেশ সারা বছরই ফলটি পাওয়া যায়। আমরা অনেকেই আছি যারা কমলা খেয়ে থাকে কিন্তু কি কারণে খাই তা জানি না। কমলা আমাদের বিভিন্ন উপকারের কারণে খাওয়া উচিত। আসুন দেখে নেওয়া যাক কি কারণে রোজ কমলা খাবেন।
প্রিয় পাঠকই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে, কমলার পুষ্টি উপাদান , যে কারণে রোজ কমলা খাওয়া উচিত , কমলা খাওয়ার উপকারিতা ও অতিরিক্ত কমলা খাওয়ার অপকার সম্পর্কে। এ সম্পর্কে সকল তথ্য জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
ভিটামিন সি সমৃদ্ধ খুবই জনপ্রিয় একটি ফল হল কমলা। সাইট্রাস জাতীয় ফল হল কমলা, এই কমলা সব রকম আবহাওয়াতেই ব্যাপকভাবে চাষ করা যায়। তবে কমলার আধিপত্য হয় দক্ষিণ-পূর্ব চীনে। তবে আমাদের দেশের প্রায় ৪০০ হেক্টর জমিতে এখন কমলার চাষ করা হয়ে থাকে। এর মোট উৎপাদন ২০২৬ মেট্রিক টন। প্রতি হেক্টর প্রতি ৩.৫ থেকে ৪.০ টন কমলা উৎপাদন হয়ে থাকে। একটি পূর্ণ বয়স্ক কমলার গাছে প্রায় ৫০০ এর অধিক কমলা ফলন হয়।
আরো পড়ুনঃ লাল তরমুজ চেনার উপায় ও তরমুজের উপকারিতা
বাংলাদেশ সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মাটি এবং জলবায়ু এবং আবহাওয়া কমলা চাষের জন্য উপযুক্ত। তাই দীর্ঘদিন ধরে এসব অঞ্চল দিয়ে কমলা চাষ হয়ে আসছে। তবে এইসব অঞ্চল বাদ দিয়ে অন্যান্য কিছু অঞ্চলে কমলার চাষ ব্যাপকভাবে বেড়েছে। তবে বাংলাদেশে কমলার চাহিদা থাকায় বেশি সেই পরিমাণ উৎপাদন হয় না তাই প্রত্যেক বছর আমাদের প্রচুর পরিমাণে কমলা আমদানি করতে হয়।
কমলার পুষ্টি উপাদান
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটি মাঝারি আকারের কমলায় ৬২ ক্যালরি থাকে। ভিটামিন সি থাকে ৯৩ শতাংশ, ফাইবার থাকে ১১ শতাংশ, ফোলেট থাকে ১০ শতাংশ, ভিটামিন বি১ ৯ শতাংশ, কপার-পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে যথাক্রমে ৭, ৫ ও ৫ শতাংশ।
যে ১১ কারণে রোজ কমলা খাবেন
শীতকালীন সময়ে বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। অনেকেই আছে যারা এই সুস্বাদু ফলের গুরুত্ব না বুঝে খায় না। এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের অনেক উপকার করতে পারে। যারা সব সময় ঠান্ডা-কাশি-সর্দি ইত্যাদির মত সমস্যায় ভোগেন তাদের প্রতিদিন কমলা খাওয়া উচিত। কমলা সে কার্যকরী ফল খুব কমই পাওয়া যায়। প্রিয় পাঠক আসুন জেনে নেওয়া যাক যে কারণে রোজ কমলা খাবেন।
- কমলা শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত কমলা খেলে ছোটখাটো রোগ আমাদের থেকে দূরে থাকে এবং বড় বড় রোগ থেকে দূরে থাকা যায়।
আরো পড়ুনঃ গর্বাস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা
- ত্বকের উজ্জ্বলতার জন্য প্রতিদিন কমলা খাওয়া উচিত। কমলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কাল সবসময় দাগ দূর করতে সাহায্য করে।
- ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং স্কিন ক্যান্সারের মতো সমস্যার ঝুঁকি কমায়।
- কমলায় প্রচুর পরিমাণে আশ পাওয়া যায়। আর এই আশ ডায়বেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।
- কমলার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। কমলাতে ভিটামিন এ থাকার কারণে কমলা চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে।
- আপনি যদি আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাট দেখা যায় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে কমলা খাবেন। কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং শরীর স্বস্তি নিয়ে আসতে সাহায্য করে।
- এছাড়াও কমলাতে ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম জাতীয় উপাদান থাকে যা আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- কমলা আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত কমলা খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে।
- কমলা তে থাকে প্রচুর পরিমাণে থায়ামিন । থায়ামিন আমাদের শরীরের পুষ্টি প্রক্রিয়া এবং খাবারকে শক্তিতে পরিণত করতে সাহায্য করে।
- কমলাতে আরো পাওয়া যায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ উপাদান যা আমাদের শরীরের কোষকে সুস্থ রাখে।
- একটি কমলাতে ১৭০ টি বেশি ফাইটোকেমিক্যাল এবং ৬০ টি ফ্ল্যাভোনয়েড থাকে । যেটা আমাদের শরীরের দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে ওষুধের চেয়ে ভালো কাজ করে।
কমলা খাওয়ার উপকারিতা
বিভিন্ন রকমের ভিটামিন এবং খনিজ পদার্থ সহ খুবই সুস্বাদু একটি ফল হল কমলা। এই ফলটি দেখতে কমলা রঙের তাই এই ফলটির নাম কমলালেবু রাখা হয়। এই ফলটি প্রথমত দেখতে সবুজ কালার থাকে পাকার পরে এটি কমলা রং ধারণ করে। কমলা তে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম , পটাশিয়াম , ম্যাগনেসিয়াম ইত্যাদি আমাদের অনেক উপকার করে থাকে। প্রিয় পাঠক আসুন দেখে নেওয়া যাক কমলা খাওয়ার উপকারিতা সম্পর্কে।
- কোলেস্টরলের মাত্রা কমাতেঃ দ্রবনীয় এক ধরনের ফাইবার থাকে কমলাতে যাকে পেকটিন বলা হয়ে থাকে। এটি আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ফেলে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করে থাকে। যা আমাদের শরীরের রক্তের কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে।
- চোখের উপকারঃ কমলা কেরোটিনয়েড সমৃদ্ধ ফল। এগুলোর মধ্যে বিদ্যমান ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। বিভিন্ন বয়সের কারণে বা অন্যান্য কারণে চোখের সমস্যা হয় যেমন দৃষ্টিশক্তি কমে যায়, চোখে ছানি পড়ে ইত্যাদি সমস্যা হয়। আপনি যদি নিয়মিত কমলা খেয়ে থাকেন তাহলে এই সমস্যাগুলো সব শেষ হয়ে যাবে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেঃ কমলা তে থাকা পুষ্টি উপাদান এবং এন্টিঅক্সিডেন্ট গুলি আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এবং কমলা আমাদের ইনসুলিন উপাদানে সাহায্য করে। যার কারণে আমাদের ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
- ওজন কমায়ঃ ভিটামিন সি এবং ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় কমলাতে। কমলা আমাদের শরীরের বা চর্বি কমাতে সাহায্য করে এবং বাড়তে না দিতেও সাহায্য করে। যার ফলে আমাদের শরীরের ওজন কমে যায় এবং ভারসাম্যতা বজায় থাকে।
- ত্বকের উপকারঃ কমলাতে বিদ্যমান রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতিদিন নিয়মিত কমলা খাওয়ার ফলে আমাদের ত্বকের ভেতরের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের উপরে হওয়া কালো সবসময় দাগ থেকেও মুক্তি পাওয়া যায়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের ইমিউন সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি করে। এছাড়াও আমাদের সর্দি , জ্বর এবং কানের সংক্রমণ থেকেও ভালো রাখতে সাহায্য করে।
- বাতের ব্যথা দূর করেঃ কমলা তে থাকা ভিটামিন সি একটি ভালো এন্টি এক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই এন্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জয়েন্টের ব্যথাগুলো কমাতে সাহায্য করে। কমলাতে বিদ্যমান প্রচুর পরিমাণ ভিটামিন আমাদের হাড়ের যেকোনো রোগ সৃষ্টি করতে বাধা দেয়।
- ক্যান্সার থেকে রক্ষা করেঃ কমলাতে আরও বিদ্যমান থাকে ডি-লিমোনিন , যেটি এক ধরনের যৌগ। এই যৌগটি আমাদের ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার , এমনকি মেয়েদের স্তনের ক্যান্সার হওয়া থেকে দূরে রাখে। এছাড়াও ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে ক্যান্সারের মতো রোগ থেকেও দূরে থাকা যায়।
- কিডনিতে পাথরঃ লেবুতে থাকা ভিটামিন সি আমাদের কিডনিতে পাথর হওয়া থেকে দূরে রাখে। তাই প্রতিদিন নিয়মিত কমলা লেবু খেতে হবে যাতে করে কিডনিতে পাথর না হয়।
অতিরিক্ত কমলা খাওয়ার অপকার
প্রিয় পাঠক ইতিমধ্যে আমরা জেনেছি কমলা আমাদের কোন কোন উপকার করে থাকে। কমলার যেমন বড় বড় উপকার রয়েছে। তেমনি অতিরিক্ত কমলা খেলেও আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা যেন এরকম ক্ষতির সম্মুখে না পড়ি তাই আগে থেকে আমাদের জেনে নেওয়া ভালো। তাহলে চলুন জেনে নিও অতিরিক্ত কমলা খাওয়ার অপকার সম্পর্কে।
- কমলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের শরীরের জন্য ভালো কিন্তু অতিরিক্ত ফাইবার শরীরে ঢোকার কারণে পেট ব্যথা হতে পারে। তাই অতিরিক্ত কমলা না খাই।
- হর্ট বার্নের সমস্যা যাদের রয়েছে তারা কমলালেবু থেকে অবশ্যই দূরে থাকবেন।
- অতিরিক্ত কমলা খাওয়ার ফলে বমি ও বুক জ্বালা হতে পারে।
- যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তারা কমলা তে হাত দেওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নিন। নয়তো অনেক সমস্যায় ভুগতে পারেন।
- যে সকল মানুষদের শরীরে মিনারেলদের পরিমাণ বেশি তারা অতিরিক্ত কমলা খেয়ে ফেললে তাদের হাইপার্ক্যালেমিয়ার সমস্যা দেখা দিতে পারে।
পরিশেষে
কমলায় একটি খুবই পুষ্টিকর ফল। কমলা যেমন দেখতেও সুন্দর , স্বাদেও তেমন সুন্দর। এই আর্টিকেলটি পাওয়ার আগে হয়তো আমরা জানতাম না কমলা খাওয়ার অনেক উপকার আছে বা কমলা আমাদেরকে কি কি কারণে খাওয়া উচিত। প্রিয় পাঠক যতটা সম্ভব সঠিক তথ্য জানানোর চেষ্টা করেছি। কমলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার কারণে প্রতিদিন নিয়মিত আমাদের এক থেকে দুইটা কমলা খাওয়া উচিত।
প্রিয় পাঠক আপনি যদি এরকম তথ্য আরো জানতে চান , তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সকল তথ্য সম্পর্কিত আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url