ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ - Dhaka to Rajshahi Train Schedule

আপনি কি ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য । এই আর্টিকেলটিতে আমরা আলোচনা করবো ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক এই সকল তথ্য সম্পর্কে ।
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

এছাড়াও আরো জানতে পারবেন, ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন ইত্যাদি তথ্য সম্পর্কে

ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে

ঢাকা থেকে রাজশাহী রেল পথের দুরুত্ব প্রায় ৩৪৩ কিলোমিটার । এই দুরুত্ব পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশ রেল মন্ত্রণালয় জনগনদের জন্য ৪টি আন্তঃনগর ট্রেন সচল রাখা আছে । চাইলে আপনি এই ট্রেনগুলোর মদ্ধে যেকোনো ১টি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। আসুন যেনে নেওয়া যাক সেই ট্রেন গুলোর নাম।


রাজশাহী থেকে ঢাকা রুটে যে সকল ট্রেন চলে তার তালিকা হলোঃ
  • ধূমকেতু এক্সপ্রেস(৭৭০)
  • বনলতা এক্সপ্রেস(৭৯২)
  • সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)
  • পদ্মা এক্সপ্রেস(৭৬০)

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ - Dhaka to Rajshahi Train Schedule

ঢাকা থেকে রাজশাহীতে ট্রেন ভ্রমণ অপছন্দ করবেন এমন মানুষ খুজে পাওয়া যাবে না বললেই চলে। ট্রেনে চলাচল আমরা সকলেই পছন্দ করে থাকি কারণ ট্রেনে চলাচলে ঝুঁকি কম এবং অনেক বেশি নিরাপত্তা। আমরা যারা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তাদের সকলেরই ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে।

ট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়
ধুমকেতু এক্সপ্রেস(৭৭০)সকাল ৬ঃ০০ টাসকাল ১১ঃ৪০ মিনিটে
বনলতা এক্সপ্রেস(৭৯২)দুপুর ১ঃ৩০ মিনিটেসন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)দুপুর ২ঃ৪৫ মিনিটেরাত ৮ঃ৩৫ মিনিটে
পদ্মা এক্সপ্রেস(৭৬০)রাত ১১ টাভোর ৪ঃ৩০ মিনিটে

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য জানতে চাচ্ছি এই আর্টিকেলটি তাদের জন্য । আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য তালিকা সম্পর্কে।

আসন বিভাগট্রেনের টিকিটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার ৩৭৫ টাকা
স্নিগ্ধা৬৫৬ টাকা
এসি৬৮০ টাকা
এসি ব্যর্থ১১৭৩ টাকা

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা

আমাদের মাঝে অনেকেরই এই সমস্যা আছে যেমন ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা আমরা জানিনা তাই আমাদের বাদ্ধ্য হয়ে ঢাকা কমলাপুর স্টেশন থেকেই ট্রেনে উঠতে হয়। এই সমস্যায় যেন না পরতে হয় তাই আমাদের ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা সম্পর্কে।

পদ্মা এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ

স্টেশনপৌঁছানোর সময়ছাড়ার সময়
ঢাকা11:00 pm
বিমান বন্দর11:27 pm11:32 pm
জয়দেবপুর12:00 am12:05 am
টাঙ্গাইল01:00 am01:05 am
বঙ্গবন্ধু সেতু পূর্ব ইস্ট01:25 am01:35 am
এসএইচ এম মনসুর আলী02:01 am02:04 am
উল্লাপাড়া02:21 am02:23 am
বোরাল ব্রিজ02:41 am02:44 am
চাটমোহর02:57 am03:01 am
ঈশ্বরদী বাইপাস03:20 am03:23 am
আব্দুলপুর03:36 am03:38 am
সারদাহ রোড04:03 am
রাজশাহী04:30 am

সিল্কসিটি এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ

স্টেশনের নামপৌঁছানোর সময়ছাড়ার সময়
ঢাকা02:45 pm
বিমান বন্দর03:12 pm03:17 pm
জয়দেবপুর03:48 pm03:53 pm
মির্জাপুর04:26 pm04:30 pm
টাঙ্গাইল04:55 pm04:59 pm
বঙ্গবন্ধু সেতু পূর্ব05:19 pm05:29 pm
এসএইচ এম মনসুর আলী05:55 pm05:58 pm
জামতাইল06:06 pm06:17 pm
উল্লাপাড়া06:29 pm06:32 pm
বোরাল ব্রিজ06:57 pm07:00 pm
চাটমোহর07:13 pm07:16 pm
ঈশ্বরদী বাইপাস07:35 pm07:37 pm
আব্দুলপুর07:50 pm07:52 pm
রাজশাহী08:35 pm

ধুমকেতু এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ

স্টেশনের নামপৌঁছানোর সময়ছাড়ার সময়
ঢাকা06:00 am
বিমান বন্দর06:27 am06:32 am
জয়দেবপুর06:57 am07:00 am
টাঙ্গাইল07:55 am07:57 am
বঙ্গবন্ধু সেতু পূর্ব08:17 am08:27 am
এসএইচ এম মনসুর আলী08:54 am08:57 am
জামতাইল09:05 am09:07 am
উল্লাপাড়া09:19 am09:22 am
বোরাল ব্রিজ09:46 am09:49 am
চাটমোহর10:03 am10:06 am
ঈশ্বরদী বাইপাস10:25 am10:28 am
আব্দুলপুর10:41 am10:43 am
অরণী10:55 am10:57 am
রাজশাহী11:40 am

বনলতা এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ

স্টেশনের নামপৌছানোর সময়ছাড়ার সময়
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন1:30 PM
বিমান বন্দর রেলওয়ে স্টেশন1:57 PM2:02 PM
রাজশাহী স্টেশন6:15 PM6:35 PM
চাঁপাই নবাবগঞ্জ স্টেশন7:30 PM

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন

প্রিয় পাঠক আমরা অনেকেই ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানিনা তাই স্টেশনে এসে আমাদের ভোগান্তির শিকার হতে হয় । এরকম ভোগান্তি যেন আর না পোহাতে সেই জন্য আমাদের ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে।

ট্রেনের নামঢাকা হতে ছাড়ার সময়রাজশাহী পৌঁছানোর সময়ছুটির দিন
ধূমকেতু এক্সপ্রেসভোর ৬ঃ০০সকাল ১১ঃ৪০শনিবার
বনলতা এক্সপ্রেসদুপুর ০১ঃ৩০সন্ধ্যা ০৬ঃ১৫শুক্রবার
সিল্কসিটি এক্সপ্রেসদুপুর ০২ঃ৪৫রাত ০৮ঃ৩৫রবিবার
পদ্মা এক্সপ্রেসরাত ১১ঃ০০ভোর ০৪ঃ৩০মঙ্গলবার

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক এই আর্টিকেলটি থেকে আপনি ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য ও ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানতে পেরেছেন । আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের নাঝে শেয়ার করবেন । এই বিষয়ে আর কোন তথ্য জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url