ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪ - Dhaka to Rajshahi Train Schedule
আপনি কি ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য । এই আর্টিকেলটিতে আমরা আলোচনা করবো ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক এই সকল তথ্য সম্পর্কে ।
এছাড়াও আরো জানতে পারবেন, ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন ইত্যাদি তথ্য সম্পর্কে
ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে
ঢাকা থেকে রাজশাহী রেল পথের দুরুত্ব প্রায় ৩৪৩ কিলোমিটার । এই দুরুত্ব পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশ রেল মন্ত্রণালয় জনগনদের জন্য ৪টি আন্তঃনগর ট্রেন সচল রাখা আছে । চাইলে আপনি এই ট্রেনগুলোর মদ্ধে যেকোনো ১টি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। আসুন যেনে নেওয়া যাক সেই ট্রেন গুলোর নাম।
রাজশাহী থেকে ঢাকা রুটে যে সকল ট্রেন চলে তার তালিকা হলোঃ
- ধূমকেতু এক্সপ্রেস(৭৭০)
- বনলতা এক্সপ্রেস(৭৯২)
- সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)
- পদ্মা এক্সপ্রেস(৭৬০)
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ - Dhaka to Rajshahi Train Schedule
ঢাকা থেকে রাজশাহীতে ট্রেন ভ্রমণ অপছন্দ করবেন এমন মানুষ খুজে পাওয়া যাবে না বললেই চলে। ট্রেনে চলাচল আমরা সকলেই পছন্দ করে থাকি কারণ ট্রেনে চলাচলে ঝুঁকি কম এবং অনেক বেশি নিরাপত্তা। আমরা যারা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তাদের সকলেরই ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ সম্পর্কে।
ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | |
ধুমকেতু এক্সপ্রেস(৭৭০) | সকাল ৬ঃ০০ টা | সকাল ১১ঃ৪০ মিনিটে | |
বনলতা এক্সপ্রেস(৭৯২) | দুপুর ১ঃ৩০ মিনিটে | সন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে | |
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪) | দুপুর ২ঃ৪৫ মিনিটে | রাত ৮ঃ৩৫ মিনিটে | |
পদ্মা এক্সপ্রেস(৭৬০) | রাত ১১ টা | ভোর ৪ঃ৩০ মিনিটে |
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য জানতে চাচ্ছি এই আর্টিকেলটি তাদের জন্য । আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য তালিকা সম্পর্কে।
আসন বিভাগ | ট্রেনের টিকিটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩৭৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ টাকা |
এসি | ৬৮০ টাকা |
এসি ব্যর্থ | ১১৭৩ টাকা |
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা
আমাদের মাঝে অনেকেরই এই সমস্যা আছে যেমন ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা আমরা জানিনা তাই আমাদের বাদ্ধ্য হয়ে ঢাকা কমলাপুর স্টেশন থেকেই ট্রেনে উঠতে হয়। এই সমস্যায় যেন না পরতে হয় তাই আমাদের ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বিরতি স্টেশনের তালিকা সম্পর্কে।
পদ্মা এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ
স্টেশন | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
---|---|---|
ঢাকা | – | 11:00 pm |
বিমান বন্দর | 11:27 pm | 11:32 pm |
জয়দেবপুর | 12:00 am | 12:05 am |
টাঙ্গাইল | 01:00 am | 01:05 am |
বঙ্গবন্ধু সেতু পূর্ব ইস্ট | 01:25 am | 01:35 am |
এসএইচ এম মনসুর আলী | 02:01 am | 02:04 am |
উল্লাপাড়া | 02:21 am | 02:23 am |
বোরাল ব্রিজ | 02:41 am | 02:44 am |
চাটমোহর | 02:57 am | 03:01 am |
ঈশ্বরদী বাইপাস | 03:20 am | 03:23 am |
আব্দুলপুর | 03:36 am | 03:38 am |
সারদাহ রোড | 04:03 am | – |
রাজশাহী | 04:30 am | – |
সিল্কসিটি এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ
স্টেশনের নাম | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
---|---|---|
ঢাকা | – | 02:45 pm |
বিমান বন্দর | 03:12 pm | 03:17 pm |
জয়দেবপুর | 03:48 pm | 03:53 pm |
মির্জাপুর | 04:26 pm | 04:30 pm |
টাঙ্গাইল | 04:55 pm | 04:59 pm |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | 05:19 pm | 05:29 pm |
এসএইচ এম মনসুর আলী | 05:55 pm | 05:58 pm |
জামতাইল | 06:06 pm | 06:17 pm |
উল্লাপাড়া | 06:29 pm | 06:32 pm |
বোরাল ব্রিজ | 06:57 pm | 07:00 pm |
চাটমোহর | 07:13 pm | 07:16 pm |
ঈশ্বরদী বাইপাস | 07:35 pm | 07:37 pm |
আব্দুলপুর | 07:50 pm | 07:52 pm |
রাজশাহী | 08:35 pm | – |
ধুমকেতু এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ
স্টেশনের নাম | পৌঁছানোর সময় | ছাড়ার সময় |
---|---|---|
ঢাকা | – | 06:00 am |
বিমান বন্দর | 06:27 am | 06:32 am |
জয়দেবপুর | 06:57 am | 07:00 am |
টাঙ্গাইল | 07:55 am | 07:57 am |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | 08:17 am | 08:27 am |
এসএইচ এম মনসুর আলী | 08:54 am | 08:57 am |
জামতাইল | 09:05 am | 09:07 am |
উল্লাপাড়া | 09:19 am | 09:22 am |
বোরাল ব্রিজ | 09:46 am | 09:49 am |
চাটমোহর | 10:03 am | 10:06 am |
ঈশ্বরদী বাইপাস | 10:25 am | 10:28 am |
আব্দুলপুর | 10:41 am | 10:43 am |
অরণী | 10:55 am | 10:57 am |
রাজশাহী | 11:40 am | – |
বনলতা এক্সপ্রেস বিরতি স্টেশনের তালিকাঃ
স্টেশনের নাম | পৌছানোর সময় | ছাড়ার সময় |
---|---|---|
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন | – | 1:30 PM |
বিমান বন্দর রেলওয়ে স্টেশন | 1:57 PM | 2:02 PM |
রাজশাহী স্টেশন | 6:15 PM | 6:35 PM |
চাঁপাই নবাবগঞ্জ স্টেশন | 7:30 PM | – |
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন
প্রিয় পাঠক আমরা অনেকেই ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানিনা তাই স্টেশনে এসে আমাদের ভোগান্তির শিকার হতে হয় । এরকম ভোগান্তি যেন আর না পোহাতে সেই জন্য আমাদের ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে।
ট্রেনের নাম | ঢাকা হতে ছাড়ার সময় | রাজশাহী পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|
ধূমকেতু এক্সপ্রেস | ভোর ৬ঃ০০ | সকাল ১১ঃ৪০ | শনিবার |
বনলতা এক্সপ্রেস | দুপুর ০১ঃ৩০ | সন্ধ্যা ০৬ঃ১৫ | শুক্রবার |
সিল্কসিটি এক্সপ্রেস | দুপুর ০২ঃ৪৫ | রাত ০৮ঃ৩৫ | রবিবার |
পদ্মা এক্সপ্রেস | রাত ১১ঃ০০ | ভোর ০৪ঃ৩০ | মঙ্গলবার |
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক এই আর্টিকেলটি থেকে আপনি ঢাকা থেকে রাজশাহী রুটে যেসকল ট্রেন চলাচল করে , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ , ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য ও ঢাকা থেকে রাজশাহী ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানতে পেরেছেন । আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের নাঝে শেয়ার করবেন । এই বিষয়ে আর কোন তথ্য জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url